রাজধানীর মিরপুরের দারুসসালাম থানাধিনস্থ অটোরিকশা মালিক-শ্রমিক সমিতির আহ্বায়ক কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় দারুসসালাম থানাধীন গৈদারটেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দারুসসালাম থানা অটোরিক্সা মালিক-শ্রমিক সমিতির আহ্বায়ক সাইফুর রহমান মানিক উপস্থিত অটোরিকশা চালক মালিকদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘদিন যাবত অটোরিকশা চালক মালিক শ্রমিকেরা নানা সমস্যায় ভুগছেন। সম্প্রতি গত মাসে হাইকোর্ট অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করার পর অটোরিকশা চালক মালিক সমিতির ব্যাপক আন্দোলনে মুখে এক মাসের জন্য স্থগিতাদেশ দেন হাইকোর্ট। রাজধানীতে দুই সিটি কর্পোরেশনে সরকারি তালিকা অনুযায়ী প্রায় ১২ লক্ষ অটো রিকশা রয়েছে। তবে আমরা ডিএমপি কমিশনার স্যারের সাথে একাধিকবার বসেছি। তিনি বলেছেন আপাতত নতুন কোন অটোরিকশা তৈরি করা যাবে না। আমরা অবশ্যই সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মনীতি মেনে অটোরিকশা চালাবো। এরপরেও কেউ চাঁদাবাজি কিংবা বাধা বিপত্তি দেওয়ার চেষ্টা করলে আমরা তাদেরকে প্রতিহত করব। আমাদের আরো একটি দাবি, সরকার যদি অটোরিকশা চলাচলে অনুমোদনসহ সংশ্লিষ্ট দপ্তর থেকে তালিকা করে লাইসেন্স এবং অনুমতিপত্র প্রদান করেন তাহলে বিপুল পরিমাণ রাজস্ব আদায়ের সুযোগ সৃষ্টি হবে।
আলোচনা অনুষ্ঠানে সাধারণ সম্পাদকের বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, আমরা অবশ্যই আঠারো বছর বয়সের নিচে কাউকে অটো রিকশা চালাতে দিবো না। এ লক্ষ্যে সকল অটোরিকশা মালিকদের একাত্মতা প্রকাশ করা জরুরী। সব সময় রিকশা চালনায় গতির দিকে খেয়াল রাখব। আমরা পায়ে চালিত রিকশা থেকে সামান্য বেশি গতিতে রিকশা চালানোর চেষ্টা করব।
এ সময় দারুস সালাম থানা অটোরিক্সা মালিক শ্রমিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলম বলেন, আমরা পুলিশের নির্দেশনা মেনে অটো রিকশা চালাবো। কেউ মহাসড়কে যাবো না।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দারুস সালাম থানা অটো রিকশা মালিক শ্রমিক সমিতির প্রধান উপদেষ্টা ও দারুস সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ বাবুল মিয়া বলেন, অটোরিকশা চালনায় সর্বক্ষেত্রে আমরা পুলিশকে সার্বিকভাবে সহযোগিতা করব। ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলবো।
অনুষ্ঠানে এলাকার প্রায় ৩৫০ অটোরিকশা মালিক চালক শ্রমিক উপস্থিত ছিলেন।