ফটিকছড়ি উপজেলার ভূজপুরের শান্তিরহাট এলাকা থেকে পুলিশ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার চোরাই সিগারেট ফিল্টার ও 'লিটন বিড়ি' বিড়িসহ ফারুক (২৮) এবং ফয়েজ (২৭) নামে দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) আটককৃত দের জেল হাজাতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভুজপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল হক।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়রা শান্তিরহাট এলাকায় ব্রিক ফিল্ডের নিকটেএকটি মিনি কাভার্ডভ্যান দেখে, পরে চেক করার পর এটি সিগারেট ফিল্টার ও 'লিটন বিড়ি' বহন করতে দেখেন। বৈধ কাগজপত্র না থাকায় তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিনি কাভার্ডভ্যানটি এবং দুজনকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ আরও জানায়, মিনি কাভার্ডভ্যানটি (রেজি নং চট্ট মেট্রো ন ১১-৮৩০৩) থেকে উদ্ধার করা হয় ৩০ কার্টুন সাদা সিগারেট ফিল্টার (মুল্য ৫ লাখ ১০ হাজার টাকা) এবং ৮ কার্টুন 'লিটন বিড়ি' (মুল্য ৩৮ হাজার ৪০০ টাকা)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানিয়েছে, তারা চট্টগ্রাম শহরের মুরাদপুর এলাকায় এই মালামাল সরবরাহ করতে যাচ্ছিল।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক জানিয়েছেন, বৃহস্পতিবার বিকালে থানা এরিয়ার বি.বি ব্রিক ফিল্ডের কাছে স্থানীয়দের সহায়তায় পুলিশের একটি দল বিড়ি ও ফিল্টার ও একটি মিনি কাভার্ডভ্যানসহ ও দুইজনকে আটক করে। আইনগত কার্যক্রম শেষে আজ শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
এআই