বড়পর্দায় নাম লিখিয়ে-ই সীমানা ছাড়িয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রথম ও দ্বিতীয় ছবি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দ্যুতি ছড়িয়েছেন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে ছবি দুটি।
তাই দেখে উদ্বাহু নৃত্য করছিলেন মেহু অনুরাগীরা। তবে মনের কোণে আক্ষেপ পুষে রেখেছিলেন তারা। তাদের বড় সাধ প্রিয় তারকার সিনেমা প্রেক্ষাগৃহে বসে দেখার। এবার সে আক্ষেপ ঘোচানোর দিন এসেছে। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে মেহজাবীনের দ্বিতীয় সিনেমা 'প্রিয় মালতী'। সংবাদমাধ্যমকে এরকমই জানিয়েছেন প্রযোজনা সংশ্লিষ্টরা।
শঙ্খদাশ গুপ্ত পরিচালিত 'প্রিয় মালতী' অভিনেত্রীর দ্বিতীয় ছবি হলেও মুক্তি পেতে যাচ্ছে 'সাবা'র আগে! এরইমধ্যে 'প্রিয় মালতী' চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির সনদও পেয়েছে! বোর্ড সদস্যরা 'ইউ' গ্রেডে ছাড়পত্র দিয়েছেন 'প্রিয় মালতী'কে। অর্থাৎ এটি সব বয়সের দর্শকের জন্য উন্মুক্ত।
'প্রিয় মালতী'র নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। গল্পও শঙ্খ দাসগুপ্তর। চিত্রনাট্যে তার সঙ্গে হাত লাগিয়েছেন আবু সাঈদ রানা। এতে মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।