জামালপুরের সরিষাবাড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে পৌরসভার গণময়দান মাঠে জমায়েতের মাধ্যমে শোভাযাত্রার সূচনা হয়। শোভাযাত্রাটি শিমলা বাজারসহ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে মহান মুক্তিযুদ্ধের শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সমাপ্তি অনুষ্ঠানের জন্য শোভাযাত্রাটি আরামনগর বাজারের জি.কে প্লাজার সামনে এসে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার মাসুদ রানা দুলাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মনির হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন: নুরুল হক জামালী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ,অ্যাডভোকেট সুলতান মাহমুদ, কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট আছিমুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক শামীম হোসাইন সোহেল, উপজেলা জামায়াতের শুরা সদস্য ডা. গোলাম রব্বানী, পৌর আমির খালেদ সাইফুল্লাহ সাঈম, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আখতারুজ্জামান সোহাগ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আরিফুল ইসলাম, উপজেলা (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান জানান।
এসএফ