গণমাধ্যমের সামনে আসা বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সোমবার (১৬ ডিসেম্বর) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে তামিম ইকবালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এ সময় লিপু বলেন, ‘তামিম ইকবাল খেলা শুরু করেছেন, এটা আশার খবর। আমার বিশ্বাস অতি দ্রুত আমরা জানতে পারব, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তিনি উপলব্ধি থাকবেন কি না। যদি তিনি থাকেন, সেটা দারুণ ব্যাপার হবে।’
লিপু আরও জানান, ‘পূর্ববর্তী বোর্ডের অধীনে কিছু মতপার্থক্য ছিল, কিন্তু এখন নতুন বোর্ডের অধীনে আশার আলো দেখা যাচ্ছে। তামিম মাঠে ফিরেছেন, যা ইতিবাচক।’
তামিম সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে জাতীয় দলে খেলেছিলেন, তবে নির্বাচক কমিটি তার পুনঃপ্রবেশ নিয়ে আলোচনা করবে। লিপু বলেন, ‘তামিম এখন বড় আসরের জন্য নিজেকে প্রস্তুত করছে, আর আমরা তার সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবো।’
তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে ফিটনেস ও প্রস্তুতি নিয়ে প্রধান নির্বাচক আরও বলেন, ‘তামিমকে শাণিত ও ফিটনেস উন্নত করতে হবে। তিনি নিশ্চয়ই জানেন বৈশ্বিক আসরে খেলার জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করতে হয়।’
এসএফ