রাশিফল বুধবার ১৮ ডিসেম্বর (Horoscope Today)। চাঁদ আজ সারাদিন কর্কট রাশিতে গোচর করবে। সূর্য সবে ধনু রাশিতে প্রবেশ করেছে। আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল):
মেষ রাশির জাতকরা আজ গুরুতর সমস্যার সমাধান খুঁজে পাবেন। পেশাদারি শিক্ষা গ্রহণের পর চাকরি পেতে পারেন। আজ কোনও নতুন কাজ শুরুর আগে ভালো ভাবে যাচাই করে নিন। পরিবহণ ও রিয়েল এস্টেটের ব্যবসায় লগ্নি করলে লাভবান হবেন। বয়স্ক মানুষরা আজ কোনও সুখবর পেতে পারেন। জীবনসঙ্গীর দেখা পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল - ২১ মে):
বৃষ রাশির জাতকদের শরীর-স্বাস্থ্য ভালো থাকবে। সন্তানের উন্নতি আপনার মনকে আনন্দে দেবে। চাকরিক্ষেত্রে আজ একটু সমস্যার মুখে পড়তে পারেন। অ্যাকাউনটেন্টদের জন্য আজকের দিনটি শুভ। নতুন কাজের যোগ আসতে পারে, তবে আগুপিছু না ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। রাজনীতিবিদদের জন্য ভালো দিন।
মিথুন রাশি (২২ মে - ২১ জুন):
মানসিক অস্থিরতার কারণে শিশুদের পড়াশোনায় অমনোযোগ বাড়বে। আজ অতিরিক্ত খরচ হবে। নতুন কোনও ব্যবসা শুরু না করাই ভালো হবে। মাতৃস্থানীয় মহিলার শরীর নিয়ে উদ্বেগ বাড়বে। অযাচিত কোনও খবর পেয়ে আপনার দুশ্চিন্তা বাড়বে। আইন, ডাক্তারি, রসায়নক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা সুফল পাবেন।
কর্কট রাশি (২২ জুন - ২২ জুলাই):
আজ শরীর-স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন কর্কট রাশির জাতকরা। উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যায় কাবু হতে পারেন। বদলির চাকরি যাঁদের, তাঁরা আজ পছন্দের জায়গায় ট্রান্সফার পেতে পারেন। মামলা মোকদ্দমায় আজ অনেক টাকা খরচ হতে পারে। চাকরিজীবীদের কাজের গতি হ্রাস পেতে পারে।
সিংহ রাশি (২৩ জুলাই - ২৩ আগস্ট) :
আত্মীয়দের শত্রুতায় আজ বিপদে পড়তে পারেন সিংহ রাশির জাতকরা। হাড়ের সমস্যায় আজ আপনি কষ্ট পাবেন। কমিউনিকেশন, হসপিটাল ম্যানেজমেন্ট, চর্মশিল্প ও শিল্পকলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ শুভ ফল পাবেন। সন্তানের উন্নতি আজ সিংহ রাশির জাতকদের মানসিক প্রশান্তি দেবে। অংশীদারিত্বের ব্যবসা থেকে দূরে থাকাই ভালো।
কন্যা রাশি (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর):
নিজের স্বাস্থ্যের অবহেলা করবেন না কন্যা রাশির জাতকরা। পেশি বা স্নায়ুর সমস্যায় আজ কষ্ট পেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে ভালো সাফল্য পাবেন ছাত্রছাত্রীরা। কর্মক্ষেত্রে বহুদিন ধরে যে যোগাযোগ সম্ভব হচ্ছিল না আজ তা ফলপ্রসু হবে। প্রেম সম্পর্কের মধ্যে মাধুর্য বাড়বে। অধঃস্থন ব্যক্তির সঙ্গে কর্মক্ষেত্রে মনোমালিন্য হতে পারে।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর):
কর্মপ্রার্থীরা আজ উপযুক্ত কাজের সন্ধান পাবেন। রক্তচাপ বা রক্তাল্পতা সমস্যায় আজ কষ্ট পেতে পারেন। কর্মস্থানে হঠাৎ পরিবর্তন আসতে পারে। উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি পেতে পারেন। আজ প্রয়োজনের অতিরিক্ত খরচ হতে পারে। ডিজাইন, ডিজিটাল মিডিয়া, ওকালতি ও প্রযুক্তি নিয়ে যাঁরা কাজ করছেন আজ তাঁদের উন্নতি হতে পারে।
বৃশ্চিক রাশি(২৪ অক্টোবর – ২২ নভেম্বর):
বুদ্ধি খাটিয়ে আজ কেরিয়ারে বড় সাফল্য পাবেন বৃশ্চিক রাশির জাতকরা। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার উদ্রেক হবে। আজ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনি চিন্তিত থাকবেন। কোনও বিষয়ে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। খাবার, মিষ্টি, গাড়ি, জমি, রিয়েল এস্টেট ও খনিজ দ্রব্যের ব্যবসায়ীরা আজ লাভবান হবেন।
ধনু রাশি(২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর):
স্নায়ু বা হাঁপানির সমস্যায় আজ কষ্ট পেতে পারেন ধনু রাশির জাতকরা। উকিল, বিচারক, অধ্যাপক, অর্থ দপ্তরে কর্মরত ব্যক্তিরা আজ শুভ ফল পাবেন। অর্থবান কোনও ব্যক্তি আজ আপনার বিরুদ্ধাচারণ করতে পারে। কোনও বন্ধুর সঙ্গে আজ আপনার সম্পর্ক তিক্ত হতে পারে। কর্মক্ষেত্রে আজ নিজের বুদ্ধির দোষে ক্ষতিগ্রস্ত হতে পারেন।
মকর রাশি (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি):
মকর রাশির জাতকরা আজ পার্টনারের থেকে প্রতারণার শিকার হতে পারেন। সেখান থেকে বিবাদ হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে আজ মনোমালিন্য হতে পারে। মকর রাশির জাতকদের আজ নিম্নাঙ্গে আঘাত লাগার যোগ রয়েছে। কর্মস্থানে উন্নতির যোগ আছে। নিকট আত্মীয়রা আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। ব্যবসায়ীরা বড় লাভ করবেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি):
বয়স্করা আজ বাতের ব্যাথায় কষ্ট পাবেন। শরীরের নিন্মাঙ্গে, কোমরে ও পায়ে আঘাত লাগতে পারে। আয়ের থেকে ব্যয় বেশি হবে। পুরোনো বস্তু আঁকড়ে সেন্টিমেন্টাল হয়ে মানসিক অবসাদে ভুগবেন। পড়াশোনায় আজ ভালো ফল পাবেন। কাঁচামাল, লোহা, স্টিল, আসবাব ও গৃহ নির্মাণ ব্যবসায় লাভ বাড়বে। রাজনীতিকদের পদোন্নতি হবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ):
শরীর খারাপ হতে পারে মীন রাশির জাতকদের। আজ আপনার প্রতিভার বিকাশ বাধা পাবে। কর্মক্ষেত্রে আজ আশানুরূপ পারিশ্রমিক পেতে পারেন। অন্য ব্যক্তির কথায় প্রভাবিত না হয়ে নিজের সিদ্ধান্তে অটল থাকুন। প্রকাশনা, হোটেল, সোনা, শেয়ার মার্কেট, কাঠ ইত্যাদির ব্যবসায় বড় সাফল্য পেতে পারেন।
পিএম