ময়মনসিংহের তারাকান্দায় যৌথবাহিনীর অভিযানে ভারতীয় কম্বলসহ ৩ জনকে আটক করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তারাকান্দা-ধোবাউড়া সড়কের হরিয়াগাই বাজারের নেপালের মোড় এলাকা থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে কম্বলসহ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- শফিকুল ইসলাম ((২৩), মনির হোসেন (২২) ও গাড়ি চালক মো. আলী (২৪)। আটককৃতরা সকলে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. টিপু সুলতান জানান, ধারণা করা হচ্ছে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে এসব ভারতীয় কম্বল পিকআপ ভ্যানে করে ঢাকায় যাচ্ছিল। যৌথবাহিনীর টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ধোবাউড়া-তারাকান্দা সড়কের হরিয়াগাই বাজারের নেপাল মোড় এলাকা থেকে অবৈধ ভারতীয় কম্বলসহ তিনজনকে আটক করে।
তিনি আরও জানান, দুপুরে যৌথবাহিনী উদ্ধারকৃত পরিবহনকারী পিকআপ ভ্যান, ৪শত ৮০ পিস ভারতীয় কম্বল এবং তিনজনকে তারাকান্দা থানায় সোপর্দ করেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআই