দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সুইজারল্যান্ড থেকে এক হাজার ৩২৬ কোটি ৫৪ লাখ টাকার এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানির সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, সুইজারল্যান্ডের মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার প্রাইভেট লিমিটেড থেকে দুটি আলাদা কার্গোতে এলএনজি আমদানি করা হবে।
প্রথম কার্গোটি আগামী ৫-৬ জানুয়ারি সময়ে আসবে। এ কার্গোর মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৫৪ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ২৮০ টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ১৩ দশমিক ৮৭ মার্কিন ডলার।
দ্বিতীয় কার্গোটি ৯-১০ জানুয়ারি সময়ে আসবে। এই কার্গোর মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৭২ কোটি ২৩ লাখ ৫২ হাজার টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ১৪ দশমিক ২৫ মার্কিন ডলার।
সরকারি সূত্র জানিয়েছে, এই এলএনজি আমদানির মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহব্যবস্থা আরও স্থিতিশীল করা হবে। পাশাপাশি শিল্প খাতের ক্রমবর্ধমান চাহিদা মেটানো সম্ভব হবে।
এসএফ