পঞ্চগড়ের সেনপাড়া সীমান্তে ওয়াসিম (১৫) নামে এক কিশোরকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার বিকেলে জেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তে মেইন পিলার ৭৪৬ এর কাছ থেকে তাকে ধরে নিয়ে যায় ভারতের গোড়ালবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা। ঘটনাটি সমাধানে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, ওয়াসিমসহ ৪-৫ জন সেনপাড়া সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের গোড়ালবাড়ী ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ওয়াসিম বিএসএফের হাতে আটক হয়। পরে তাকে গোড়ালবাড়ী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, "আটক কিশোরকে ফেরত আনতে আমরা কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের প্রস্তাব পাঠিয়েছি।"
এফএস