ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ডি-৮ (ডেভেলপিং এইট) অর্থনৈতিক সহযোগিতা সংস্থার ২০২৪ সালের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে মিশরের কায়রোতে। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই সম্মেলনে অংশ নিতে গত বুধবার মিশরে পৌঁছান।
ডি-৮ ভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়ন নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ড. ইউনূস এবং শাহবাজ শরিফ উভয়ে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন।
ডি-৮ সংস্থা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে কাজ করে। বাংলাদেশ, পাকিস্তান, মিশর, তুরস্ক, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, এবং নাইজেরিয়া এর সদস্য। এই সম্মেলনে অংশগ্রহণ উন্নয়নশীল দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হয়।
এসএফ