আগামী বছরে নির্ধারিত সময়েই বিশ্ব ইজতেমা পালন করা হবে। সাদপন্থিরা ইজতেমা করতে চাইলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন তাবলীগ জামায়াতের শুরায়ী নেজাম (জুবায়েরপন্থিদের) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় হাবিবুল্লাহ রায়হান বলেন, সাদপন্থিদের হামলায় তিনজন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এই হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় মামলা করা হবে। মাওলানা সাদের অনুসারীদের ইজতেমা করার অনুমতি না থাকলেও তারা জোড় করে ঢুকে প্রশাসনের আদেশ অমান্য করেছে। সাদপন্থিরা যদি ইজতেমা মাঠ দখলের চেষ্টা করে তাহলে সাধারণ মুসল্লিরা তাদের প্রতিহত করবে।
এইচএ