কিশোরগঞ্জ রেলওয়ে কর্মচারী সোহেল মিয়ার কাছে চাঁদা না পেয়ে তাকে মারধর করার অভিযোগ উঠেছে বিএনপি ও আওয়ামীলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
গত (১২ ডিসেম্বরের) ঘটনার ভিডিও তে দেখা যায়, জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক গাজী মাসুদ, গ্রাম বিষয়ক সম্পাদক আনোয়ার ও বঙ্গবন্ধু প্রজন্মলীগ নেতা মোস্তফাসহ আরো কয়েকজন মিলে রেলওয়ে কর্মচারী সোহেলের উপর অতর্কিত হামলা চালায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে সোহেলের কাছে মাসুদ ও আনেয়াররা এসে চাঁদার বিষয়ে জিজ্ঞেস করে এবং তাদের সাথে যেতে বলে সোহেল অস্বীকৃতি জানালে তখন মারধর করে।
ভুক্তভোগী সোহেল জানান, কিশোরগঞ্জ স্টেশনের ৩ নম্বর লাইনে পাথর ফেলা নিয়ে চাঁদা দাবি করে অভিযুক্তরা। তারা চাঁদা না পেয়ে আমি ও উপ-সহকারী প্রকৌশলী (পথ) এর বিরুদ্ধে মানববন্ধন করে। এরপরও তাদের স্বার্থ হাসিল না হওয়ায় আমার উপর হামলা চালায়।
অভিযুক্ত যুবদলের গ্রাম বিষয়ক সম্পাদক আনোয়ারের সাথে কথা হলে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদার অভিযোগ আনায় আমরা তাকে নিয়ে কথা বলতে নিয়ে যাচ্ছিলাম তখন একটু ধাক্কাধাক্কি হয়।
জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ বলেন, আমি যতটুকু জানি মানববন্ধন করেছিল তারা। এছাড়া মারধরের ঘটনা আমি শুনি নাই। এ বিষয়ে কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এইচএ