এইমাত্র
  • অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্তে ক্র্যাবের নিন্দা
  • নৌযান শ্রমিক ধর্মঘট স্থগিত
  • এটা মুজিববাদের কবরের ঘোষণা: হাসনাত
  • রংপুর বিভাগে ২৪ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস
  • ২০২৬ সালের এসএসসির সিলেবাস ও মানবণ্টন প্রকাশ
  • দয়া করে আমার প্রতি একটু ইহসান করুন: মিজানুর রহমান আজহারী
  • কী হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর?
  • বাসের ছিল না ফিটনেস, চালকের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ
  • বিমানবন্দরে অর্ধ লক্ষাধিক নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত কায়কোবাদ
  • বিপিএলে জামাই-শ্বশুর দ্বৈরথ নিয়ে যা বললেন আফ্রিদি
  • আজ রবিবার, ১৫ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    এবার ভোট হবে দিনের আলোতে: ধর্ম উপদেষ্টা

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৬ পিএম
    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৬ পিএম

    এবার ভোট হবে দিনের আলোতে: ধর্ম উপদেষ্টা

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৬ পিএম

    ২০২৬ সালের শুরুর দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দীর্ঘদিন পর এবার দিনের আলোতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে জনগণ। সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করা হবে। দেশের মানুষকে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে।

    শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নে আবু হুরায়রা দাখিল মাদ্রাসা মাঠে মাদার্শা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ধর্ম উপদেষ্টা বলেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ৫ মাস অতিক্রান্ত হয়েছে। এই সময়ে প্রতিমাসেই কোন না কোন নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে। এসময়ে সচিবালয় ঘেরাও করা হয়েছে। সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানো ও পাহাড়ি-বাঙালি সংঘাত উস্কে দেয়ার চেষ্টা করা হয়েছে। এমনকি প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। কিন্তু সরকার সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যাচ্ছে। তিনি দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান।

    তিনি আরও বলেন, সম্প্রতি সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সচিবালয়ে যে নথিপত্রগুলো আছে সেগুলো সারা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এসব নথিপত্র পুড়িয়ে দেওয়া নিন্দনীয় কাজ। এ ঘটনায় সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে তদন্ত কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টে কেউ যদি দোষী সাব্যস্ত হয়, সে যেই হোক না কেন কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।

    মাদার্শা যুব উন্নয়ন পরিষদের সভাপতি জাফর আহমদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

    অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল খান উপস্থিত ছিলেন।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…