ইয়েমেনের সানা’আ বিমানবন্দরে হামলার শিকার হয়ে গুরুতর আহত এক জাতিসংঘ কর্মীকে উদ্ধার করা হয়েছে। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, দ্রুত পদক্ষেপের মাধ্যমে তাঁকে চিকিৎসার জন্য জর্ডানে নেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ডিসেম্বর) ইয়েমেনের সানা’আ বিমানবন্দরে এক হামলার ঘটনায় জাতিসংঘ মানবিক বিমান পরিষেবা (ইউএনএইচএএস)-এর একজন কর্মী আহত হন। তিনি একটি বিশেষ মিশনের অংশ হিসেবে ইয়েমেনে ছিলেন, যেখানে আটক সহকর্মীদের মুক্তির জন্য আলোচনা চলছিল। এই ঘটনাটি আবারও ইয়েমেনের চলমান সংঘাত ও মানবিক সংকটকে সামনে নিয়ে এসেছে।
ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রেইসাস জানিয়েছেন, আহত কর্মীকে আজ সফলভাবে জর্ডানে স্থানান্তর করা হয়েছে। তিনি বলেন, "আজ আমরা আমাদের ডব্লিউএফপি (বিশ্ব খাদ্য কর্মসূচি) ইউএনএইচএএস সহকর্মীকে উদ্ধার করতে পেরেছি, যিনি গতকালের সানা’আ বিমানবন্দরের হামলায় আহত হয়েছিলেন। এখন তিনি জর্ডানে চিকিৎসা নিচ্ছেন।"
তেদ্রোস ইউএনএইচএএস দলের প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "এই কঠিন পরিস্থিতিতে তাদের সাহসী সেবার জন্য গভীর কৃতজ্ঞতা জানাই। সারা বিশ্বের বেসামরিক নাগরিক ও মানবিক কর্মীদের ওপর হামলা বন্ধ হওয়া জরুরি।"
ইউএনএইচএএস কর্মী সেই দলের অংশ ছিলেন, যারা ইয়েমেনে আটক সহকর্মীদের মুক্তি নিয়ে আলোচনা করছিলেন। এই হামলা মানবিক সহায়তা প্রদানকারীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ইয়েমেনের সংঘাত শুধু দেশটির ভেতরেই নয়, সারা বিশ্বের মানবিক প্রচেষ্টার ওপর প্রভাব ফেলছে। বেসামরিক নাগরিক ও মানবিক সহায়তা প্রদানকারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি
এবি