ময়মনসিংহের ভালুকায় নিজস্ব অর্থায়নে সাত শতাধিক হতদরিদ্র ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বিশিষ্ট সমাজ সেবক ও পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে পৌরসভার ৫নং ওয়ার্ড ফাজিল মাদ্রাসা মাঠে ওই কম্বল বিতরণ করেন আলহাজ্ব হাতেম খান।
তিনি জানান, প্রতিবারের ন্যায় এবারও তিনি শীতার্ত মানুষের পাশে দারিয়েছেন। পর্যায়ক্রমে পৌর এলাকা'র সবকটি ওয়ার্ডে মোট সাত হাজার কম্বল বিতরণ করবেন। এই সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য আতাউর রহমান, আবুল বাশার, অধ্যাপক হাসান আলী, সাবেক কমিশনার সাইদুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা।
এআই