এইমাত্র
  • অবশেষে ৫০ কোটি টাকা ব্যয়ে বড় হচ্ছে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক
  • নতুন বছরের প্রথম দিনে রাজধানীর বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’
  • আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
  • শায়েস্তাগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
  • মির্জাপুরে জানাজার নামাজে গিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতার মুঠোফোন চুরি
  • আজ থেকে মাসব্যাপী শুরু হচ্ছে বাণিজ্য মেলা, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
  • বিশ্বের জনসংখ্যা এখন ৮০৯ কোটি
  • সাতক্ষীরা সীমান্তে নারীসহ আটক ৩
  • আজ বুধবার, ১৮ পৌষ, ১৪৩১ | ১ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    ফুলবাড়ীতে নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টায় থানায় অভিযোগ

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:২৬ পিএম
    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:২৬ পিএম

    ফুলবাড়ীতে নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টায় থানায় অভিযোগ

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:২৬ পিএম

    কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক নারীকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করার সময় নারীর হাতে থাকা হাসুয়া (বেকি) এর আঘাতে আহত হয়েছে লুৎফর রহমান (৫০) নামের এক মাছ ব্যবসায়ী। পরে ওই নারীর চিৎকারে তার ছেলে ও ছেলের বউসহ স্থানীয় লোকজন মাছ ব্যবসায়ীকে আটক করে জরুলী সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ধর্ষণের চেষ্টায় আহত মাছ ব্যবসায়ী লুৎফর রহমানকে উদ্ধার করে হাসপাতালের চিকিৎসার জন্য পরামর্শ দেন। পরে স্থানীয় আদম আলী অটোরিকশা যোগাযোগ ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করান।

    শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী ঝাউকুটি এলাকায় এ ঘটনা ঘটে।

    শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ওই নারী বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

    অভিযোগ সূত্রে জানা গেছে, কিশামত শিমুলবাড়ী এলাকার মৃত ছফর আলীর ছেলে মাছ ব্যবসায়ী লুৎফর রহমান (৫০) শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ওই নারীর স্বামী বাড়িতে না থাকায় তাকে জোর পূর্বক ধর্ষণ করার জন্য শয়ন ঘরে প্রবেশ করে পিছন দিক থেকে তাকে জাপটাইয়া ধরে স্পর্শ কাতর অঙ্গে হাত দেয়। এ সময় ওই নারী চিৎকার করার চেষ্টা করলে লুৎফর রহমান মুখ শক্ত করে চেপে ধরে ঘরের মেঝেতে জোর পূর্বক শোয়ায়।

    এক পর্যায়ে ওই নারীর ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করার জন্য পড়নের কাপড় খুলতে থাকে এবং নারী তার ইজ্জত রক্ষার মাছ ব্যবসায়ীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ঘরের বেড়াতে থাকা হাসুয়া (বেকি) হাতে নিলেও ওই মাছ ব্যবসায়ী আবারও জোর পূর্বক ধর্ষণের জন্য আসলে নারীর হাতে থাকা হাসুয়া (বেকি)র আঘাতে লুৎফর রহমানের ডান ও বাম পায়ের হাঁটুর নিজে লেগে জখম হয়।

    পরে তার আত্মচিৎকারে ছেলের বউ প্রতিবেশী কাদের আলী ও জাহাঙ্গীর আলম গিয়ে আহত লুৎফর রহমানকে আটক করে এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় মাছ ব্যবসায়ীকে ওইদিন রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এব্যাপারে মাছ ব্যবসায়ী লুৎফর রহমানের মোবাইল ফোনে কল দিলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

    ভুক্তভোগী নারী ও তার পরিবার মাছ ব্যবসায়ীর লুৎফর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

    কিশামত শিমুলবাড়ী ওয়ার্ডের ইউপি সদস্য রাশেদুল ইসলাম জানান, ওই মাছ ব্যবসায়ী লুৎফর রহমান তিন সন্তানের জনক। ছেলে-মেয়ে ও নাতি-নাতনীদের থাকতে কিভাবে তিনি এসব জঘন্য কাজে জড়ান। তিনি গত দুই বছর আগেও ওই নারীকে ধর্ষণের চেষ্টা গিয়ে মারপিঠে শিকার হন। বার বার একটা নারীর উপর শ্লীলতাহানি ঘটনা খুবই নিন্দনীয়। মাছ ব্যবসায়ী লুৎফররহমান বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যেহেতুক ওই নারীর থানায় অভিযোগ করেছেন, আশাকরি ন্যায় বিচার পাবে।

    ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছে ভুক্তভোগী নারী। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…