জেলার শায়েস্তাগঞ্জে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৪ এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. ফখর উদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী গোলাম মোস্তফা, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন।
বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক মো. নূরুল হক, মো. আব্দুল কদ্দুছ, ইয়াসমিন আরা বেগম, শাহনাজ বেগম, মেহেরুন্নাহার, বীথি রাণী সেন চৌধুরী, সহকারী শিক্ষক অরজিৎ দত্ত ও রফিকুল ইসলাম প্রমুখ।
এআই