এইমাত্র
  • না ফেরার দেশে চিত্রনায়িকা অঞ্জনা রহমান
  • এক মাহফিলে প্রখ্যাত ৬ আলেম
  • নতুন ভাইরাস এইচএমপিভি, মহামারীর আতঙ্ক
  • সাকিবকে ফেরাতে আরেকটা চেষ্টা করবে বিসিবি
  • ৫ মাসে অন্তর্বর্তী সরকার ৯০ শতাংশ সফল : প্রধান উপদেষ্টার প্রেসসচিব
  • দেশে যেন কখনোই ফ্যাসিবাদ ফিরতে না পারে: গণপূর্ত উপদেষ্টা
  • ফটিকছড়ির সীমান্তে ৮টি ভারতীয় গরুসহ যুবক আটক
  • ভৈরবে গৃহবধূকে গণধর্ষনের অভিযোগে থানায় মামলা, গ্রেফতার ১
  • বিগত সরকার ভারতের স্বার্থরক্ষায় বেশি ব্যস্ত ছিল: চরমোনাই পীর
  • ফুলবাড়ীতে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
  • আজ শনিবার, ২০ পৌষ, ১৪৩১ | ৪ জানুয়ারি, ২০২৫
    আন্তর্জাতিক

    মার্কিন গোয়েন্দার অভিযোগ

    যুক্তরাষ্ট্রের নথি চুরি করেছে চীন

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৭ পিএম

    যুক্তরাষ্ট্রের নথি চুরি করেছে চীন

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৭ পিএম

    চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা চালিয়েছে চীন। এমনটাই দাবি করেছেন মার্কিন গোয়েন্দারা। হামলার পাশাপাশি চীনা হ্যাকাররা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও চুরি করেছে বলে অভিযোগ করেছেন তারা।

    মঙ্গলবার এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    মার্কিন গোয়েন্দারা দাবি করেছেন, ডিসেম্বরের শুরুর দিকে চীনের হ্যাকাররা মার্কিন অর্থ দপ্তরের গুরুত্বপূর্ণ নথি ঘেঁটে দেখেছে। শুধু দেখেছে নয়, বেশ কিছু নথি তারা চুরিও করেছে। চীনের সরকার ওই হ্যাকারদের নিযুক্ত করেছে বলে অভিযোগ তাদের।

    প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনা প্রমাণ করে দিয়েছে, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ দফতরে সাইবার নিরাপত্তা যথেষ্ট নয়। তবে হ্যাকাররা কি কি নথি চুরি করেছে, কতটি ওয়ার্ক স্টেশন তারা হ্যাক করেছে, সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি। এ ছাড়া এই ঘটনায় মার্কিন কোনো নাগরিক জড়িত কিনা, তা-ও স্পষ্ট করে বলা হয়নি।

    তবে জানানো হয়েছে, একটি বিশেষ সফটওয়্যারের সাহায্যে মার্কিন অর্থ দপ্তরের কম্পিউটার হ্যাক করা হয়েছে। যে সফটওয়্যারের সাহায্যে এই কাজ করা হয়েছে তা চীনের সরকারের তৈরি।

    হ্যাকাররা এখনো মেশিনগুলো হ্যাক করে রেখেছে কিনা সেই বিষয়েও কোনো তথ্য দেওয়া হয়নি। অর্থ মন্ত্রণালয় এই ঘটনাকে গুরুত্বর সাইবার নিরাপত্তাজনিত ঘটনা হিসাবে চিহ্নিত করেছে। এ নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্ত করছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

    গত কয়েক বছরে চীনের বিরুদ্ধে একাধিকবার হ্যাকিংয়ের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। অভিযোগ, বিভিন্ন সরকারি দফতরে হ্যাকারদের নিয়োগ করে চীন। এমন ঘটনা বারবার ঘটানো হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। তবে মার্কিন অর্থ দপ্তরের সাইবার হামলার অভিযোগ অস্বীকার করেছেন ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত চীনা দূতাবাসের এক মুখপাত্র।

    তিনি দাবি করেছেন, কোনো ভিত্তি ছাড়াই এমন অভিযোগ তোলা হয়েছে। চীন জানিয়েছে, সাইবার আক্রমণ বা হ্যাকিংয়ের মতো বিষয়কে তারা সমর্থন করে না। এর সঙ্গে চীনের কোনো দূরবর্তী সংযোগও নেই বলেই জানিয়েছে তারা।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…