কিশোরগঞ্জ জেলা শহরের ষ্টেশন রোডের "পলাশ কম্পিউটার্স" এর মালিক মো. আবদুল্লাহ আল মামুন পলাশ তার প্রতিষ্ঠানের দুই প্রতিনিধির ওপর হামলার অভিযোগ উঠেছে।
সোমবার ( ৩০ ডিসেম্বর) দুপুরে নগুয়া এতিমখানা রোড কিশোরগঞ্জ সমাজসেবা কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখত অভিযোগে বলা হয়, সোমবার দুপুর ১টার দিকে নগুয়া এতিমখানা রোডে কিশোরগঞ্জ সমাজসেবা কার্যালয়ের একটি ওপেন টেন্ডারের পণ্য সরবরাহ করতে যান পলাশ কম্পিউটার্সের দুই প্রতিনিধি এ. কে. এম. মোহতাশিম আল নূরুল্লাহ (৩৭) এবং লক্ষণ রবি দাস (২০)। এ সময় ১২-১৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পণ্য নামাতে বাধা দেন এবং প্রতিনিধিদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তারা এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারেন, যাতে দুইজনই আহত হন। হামলার শিকার প্রতিনিধিরা কোনো প্রতিরোধ না করে প্রতিষ্ঠানে ফিরে প্রাথমিক চিকিৎসা নেন। পরে বিকেল ৪টার দিকে বাকি মালামাল বুঝিয়ে দিয়ে আসেন। স্থানীয় ব্যবসায়ীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
এ বিষয়ে সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খানের সঙ্গে কথা হলে তিনি বলেন, ঘটনাটি জেনেছি, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে টেন্ডারজনিত বিষয়ে কেউ এরকম হামলা করতে পারে। তবে কে বা কারা এই আক্রমণ করেছে আমরা এখনো সনাক্ত করতে পারিনি।
এমআর