মসজিদের ভূমি দখলের প্রতিবাদে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এসময় সকল স্থরের মানুষ মিলিত হন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার ধনপুর বাজারের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মসজিদ কমিটির সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,মসজিদ কমিটির সহ-সভাপতি ডাঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান,ধনপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান আবু,ধনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, প্রবীণ মুসল্লী সামছুল হক,মসজিদের সাবেক ইমাম মাও. লুৎফুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,গত ২ ডিসেম্বর ৬ জনের বিরুদ্ধে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবু সাইদ বাদী হয়ে বিশ্বম্ভরপুর থানায় মকবুল হোসেন বাহিনীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। মসজিদের জায়গা সংরক্ষণে প্রশাসন এগিয়ে আসার জোর দাবি জানিয়ে বক্তাগন বলেন,উপজেলার ছাতারকোনা মৌজার ৭৫৫ খতিয়ানের ৪৫৮৩ দাগের ১৫ শতক ভূমি ১৯৬৫ সাল থেকে দলিল মোতাবেক ধনপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ভোগদখলে ছিল। গত দুইবছর আগে মসজিদ কমিটির বাধাবিপত্তি উপেক্ষা করে স্থানীয় সুরেশনগর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মকবুল হোসেন ও তার বাহিনী মসজিদের প্রায় সোয়া এক শতক জায়গা জোরপূর্বক দখলে নিয়ে একটি টিনশেড বিল্ডিং স্থাপন করেন। জবর দখলের পাশা পাশি এ চক্রটি মসজিদের নির্ধারিত জায়গায় মসজিদের বিল্ডিং ঘর নির্মাণের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছেন।
এদিকে, অভিযোগ প্রসঙ্গে জানতে অভিযুক্ত ব্যক্তির যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান জানিয়েছেন,মসজিদের কাগজপত্র সঠিক আছে। দখলবাজরা বারবার বিচার মেনেও মসজিদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।
এমআর