'এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়' এই প্রতিপাদকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জয়পুরহাটে জনসচেতনতামূলক পথনাটক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) বিকেলে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসনের সহকারী কমিশনার উজ্জ্বল বাইন, জেলা রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি আমিনুল হক বাবুল, সাধারণ সম্পাদক রবিউল আলম বিপুল, সংগীতশিল্পী ফেরদৌস আরা লিপি, প্রভাষক অচিন্ত কুমার মন্ডলসহ অনন্যরা। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিল্পীরা সংগীত ও নিত্য পরিবেশন করেন।
এমআর