ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হরিণাকুণ্ডু পৌর শহরের শুড়া এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ রউফ সময়ের কন্ঠস্বরকে জানান, সাবেক মেয়র ফারুক হোসেনের বিরুদ্ধে সদর থানায় দুইটি নাশকতা মামলা ছিল।তিনি সে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এমআর