মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর সেতু থেকে লাফ দিয়ে পড়ে অজ্ঞাত এক যুবকের (২৪) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে সেতুর ধলেশ্বরী নদীতীরে মুক্তারপুর-রিকাবীবাজার সড়কের উপরে পরে তার মৃত্যু হয়।
প্রাথমিকভাবে ওইযুবকের নাম পরিচয় পাওয়া যায়নি। লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, উপর থেকে লাফিয়ে নিচে সড়কে পড়ারপরও ওই যুবক বেশ কিছুক্ষণ বেঁচে ছিলেন। কিন্তু তাকে উদ্ধার করে হাসপাতালে নিতে উদ্যোগী দেখা যায়নি ঘটনাস্থলে থাকা কাউকে। উল্টো প্রাণ থাকা যুবককে ছটফট করতে দেখা গেছে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে। সেখানে দেখা যায়, বেশ কয়েকজন ব্যক্তি ওই যুবককে ঘিরে মৃত্যু যন্ত্রণার দৃশ্য মোবাইলে ধারণ করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে মুক্তারপুর সেতু থেকে ওই যুবক ঝাপ দেয়।সে নদীতীরে মুক্তারপুর-রিকাবীবাজার সড়কের উপর আছড়ে পড়ে।সে সময় বেশ কিছুক্ষণ মৃত্যু যন্ত্রণায় ছটফট করে মারাযায়।পরে জাতীয় জরুরী সেবার হেল্পলাইন নাম্বার ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান স্থানীয়রা। দুপুর ১২টার দিকে মরদেহটি সড়ক থেকে স্থানীয়রা তুলে নিয়ে ভ্যানে করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন,বেলা সাড়ে ১১ টার দিকে ৯৯৯ নম্বর থেকে আমরা জানতে পারি।আমরা ঘটনা স্থলে পৌছানোর আগেই লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে লাশটি হাসপাতালের মর্গে রয়েছে। ওসি আরো বলেন,ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে পোশাকের বেশভূষা দেখে মনে হয় সে মানসিক ভারসাম্যহীন হতে পারে।
এআই