এইমাত্র
  • সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে বিস্ফোরণ, নিহত ৪
  • যশোর হাসপাতালে প্রকাশ্যে দালাল চক্র, সহায়তার নামে প্রতারণা !
  • র‌্যাগিং এক ধরনের ফৌজদারি অপরাধ
  • বিলুপ্তির পথে কক্সবাজার সৈকতের লাল কাঁকড়া
  • মা-ছেলের আলিঙ্গন দেখে যা বললেন মিজানুর রহমান আজহারী
  • সাবেক এমপি শফিকুল গ্রেপ্তার
  • স্থানীয় নির্বাচনের মাধ্যমে নিরপেক্ষ পরিবেশ পাবে জনগণ: ভিপি নুর
  • সৌদিতে ভয়াবহ বন্যা, মক্কা-মদিনায় ‘হাই রেড অ্যালার্ট’
  • বডি শেমিংয়ের কারণে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলেন দিঘী
  • অবশেষে মুক্তি পাচ্ছে রোশান-রিয়েলীর 'মেকআপ'
  • আজ বৃহস্পতিবার, ২৬ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    ময়মনসিংহে সাফ জয়ী খেলোয়াড়দেরকে সংবর্ধনা

    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৫, ০৪:২৯ পিএম
    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৫, ০৪:২৯ পিএম

    ময়মনসিংহে সাফ জয়ী খেলোয়াড়দেরকে সংবর্ধনা

    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৫, ০৪:২৯ পিএম

    ময়মনসিংহে সাফ চ্যাম্পিয়নশীপে জয়ী ১০ নারী ফুটবলার, পুরুষ অধিনায়ক ও হেডকোচকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন।

    বুধবার (০৮ জানুয়ারি) দুপুরে নগরীর টাউনহল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম ‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’ এই স্লোগানে আয়োজিত তারুণ্যের উৎসব অনুষ্ঠানে তাদের সংবর্ধিত করা হয়।

    এর আগে, সকাল ১০টার দিকে বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে টাউন হলে জেলা প্রশাসনের আয়োজনে বিভাগীয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।

    এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ বলেন, আজকে এই নতুন বাংলাদেশ যেটা দেখছি সেটা তরুণদের বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালে, তারপর অনেক চড়াই উৎরাই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। আমি শ্রদ্ধা জানাই সেই বীর সেনানীদের, শ্রদ্ধা জানাই ছাত্র-জনতাকে, যারা আপন কলিজার রক্ত দিয়ে এই স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করেছেন।

    তিনি আরও বলেন, তরুণরাই আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর। আমরা তরুণদের অগ্রাহ্য-অবহেলা করতে পারি না। তাঁদের উপরই ভরসা রাখতে চাই, যখন দেখি এই তরুণরাই দূর্গত মানুষের পাশে এসে দাঁড়াই তখন আশান্বিত হই। আনন্দে চিৎকার দিয়ে বলি এই তরুণরাই পারবেন। আমাদের রাজনীতি, আমাদের উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রে রাখতে হবে এই তরুণদেরই। কাজেই আমরা তারুণ্যের উৎসবে প্রতিজ্ঞা করতে চাই, তরুণদের মতেই আগামীর বাংলাদেশ গড়ে তুলবো।

    জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ জাবেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: হারুনুর রশিদ, জেলা জামায়াতের আমির মো: আব্দুল করিম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহের সাধারণ সম্পাদক মো: আবু ওয়াহাব আকন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শ্রী বকুল সূত্রধর মানিক, সমন্বয়ক মো: আশিকুর রহমান প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং নগরীর বিভিন্ন স্তরের নাগরিকসহ গণমাধ্যমকর্মীরা।

    আলোচনা শেষে সাফ জয়ী ১০ খেলোয়াড়, অধিনায়ক ও হেড কোচের হাতে সম্মাননা ক্রেস্ট ও প্রত্যেককে ২০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…