এইমাত্র
  • বরিশালে যুবলীগ নেতার হাত ও পায়ের রগ কেটে দিলো দুর্বৃত্তরা
  • ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত
  • ১০ জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ
  • কমেছে সবজির দাম, আগের মতোই চাল-মুরগি-মাছ
  • রাফির কথায় গাইলেন অনিমেষ রায়
  • 'আমার সঙ্গে সেলফিও তুলেছেন' ছাড়া পেয়ে বললেন নিপুণ
  • বাংলাদেশীর মৃতদেহ হস্তান্তর করল বিএসএফ
  • জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পেলেন চিত্রনায়িকা নিপুণ
  • কক্সবাজার সমুদ্র সৈকতে কাউন্সিলরকে গুলি করে হত্যা
  • শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার
  • আজ শুক্রবার, ২৭ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    নেত্রকোনায় দুর্বৃত্তদের হামলায় পুলিশ সদস্য নিহত

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৯:০২ এএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৯:০২ এএম

    নেত্রকোনায় দুর্বৃত্তদের হামলায় পুলিশ সদস্য নিহত

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৯:০২ এএম

    নেত্রকোনার দুর্গাপুরে শফিকুল ইসলাম (৪৫) নামে এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

    বৃহস্পতিবার (৯ জানুয়ারী) রাত ৯টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের তার মৃত্যু হয়। এই তথ্য নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া।

    এর আগে সন্ধ্যার পর সাড়ে ছয়টায় পৌরশহরের উকিলপাড়ার পানমহল সংলগ্ন গলি সড়কে এই ঘটনা ঘটে।

    আহত পুলিশ সদস্য উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও এলাকার রফিকুল ইসলামের পুত্র এবং স্ত্রী সন্তানদের নিয়ে পৌর শহরের বাগিচা এলাকায় বসবাস করতেন। তিনি জামালপুরে বেতারে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্য।

    এদিকে স্থানীয় একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ৬টা ২১ মিনিটে পান মহল সংলগ্ন সড়কে আগে থেকেই অবস্থান নিয়ে রাখা কয়েকজন দূর্বৃত্ত আচমকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শফিকুল ইসলামকে ঘেরাও করে হাতে এবং পায়ে কোপাতে শুরু করে। এ সময় তিনি একাধিক বার পালানোর চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ঘিরে ধরে। সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে হামলাকারী সবাই তরুণ ছিলো।

    পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাত ৯টার পর ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

    এদিকে নিহতের ছোট ছেলে রাফিউল ইসলাম জানান, গতকাল বুধবার সন্ধ্যায় ছুটিতে দুর্গাপুর এসেছিলেন শফিকুল ইসলাম। শুক্রবার সকালে পরিবারের সদস্যদের নিয়ে ময়মনসিংহে একটি ভাড়াবাড়িতে উঠার কথা ছিলো তাদের। তবে বৃহস্পতিবার সন্ধ্যার পর বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তরা তার উপর হামলা করে।

    এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া জানান, এসআই শফিকুল ইসলাম জামালপুরে বেতার এ কর্মরত আছেন। গত ৮ জানুয়ারি ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন। তবে আজকে সন্ধ্যার পর কয়েকজন দুর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করলে স্থানীয়রা উদ্ধার করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাত ৯টার পর সেখানে তার মৃত্যু হয়। এখন পর্যন্ত হামলার কারণ জানা যায়নি। তবে আলামত হিসেবে সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ভিডিও দেখে হামলাকারীদের সনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় একটি মামলাও প্রক্রিয়াধীন রয়েছে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…