এইমাত্র
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • ‘হাদীর উপর হামলাকারীরা সীমান্ত ব্যবহার করে পালানোর তথ্য নিশ্চিত নয়’
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    অডিটোরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম

    অডিটোরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম

    সিরাজগঞ্জের কাজীপুরে অজ্ঞাত এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।


    রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার শহীদ এম মনসুর আলী আধুনিক অডিটোরিয়ামের দ্বিতীয় তলার একটি ওয়াশরুম থেকে লাশটি উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, বিকেলে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামের দ্বিতীয় তলা থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয় কয়েকজন সেখানে যান। এ সময় ওয়াশরুমের ভেতরে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে যান। মৃত ব্যক্তির বয়স ৬০ থেকে ৬৫ বছর হবে।

    পুলিশের ভাষ্যমতে, গত বছরের ৫ আগস্ট অডিটোরিয়ামে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে ওই ভবনে মানুষের তেমন চলাচল ছিল না। একেবারে পরিত্যক্ত ছিল ভবনটি।

    স্থানীয়রা জানান, দ্বিতীয় তলার একটি ওয়াশরুমের কমোডের ওপর বসে থাকা অবস্থায় আছে লাশটি। একটি হাত ও মাথা নিচের দিকে রয়েছে লাশটির। লাশের মুখে দাড়িও রয়েছে।

    এদিকে লাশ উদ্ধারের পর মমতা খাতুন নামের এক নারী ঘটনাস্থলে এসে দাবী করেন, উদ্ধার হওয়া লাশটি তাঁর বাবার। তিনি জানান, তাঁর বাবা প্রায় ২০ থেকে ২৫ দিন আগে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর আর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।

    রাতে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান মুঠোফোনে বলেন, 'স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং লাশটির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। সেই সাথে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…