এইমাত্র
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • ‘হাদীর উপর হামলাকারীরা সীমান্ত ব্যবহার করে পালানোর তথ্য নিশ্চিত নয়’
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ‘বিধবা বোনকে কু প্রস্তাব দেয়ার প্রতিবাদ করায় শহিদকে খুন’

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পিএম

    ‘বিধবা বোনকে কু প্রস্তাব দেয়ার প্রতিবাদ করায় শহিদকে খুন’

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পিএম

    যশোর সদর উপজেলার পাগলাদাহ গ্রামের মাঠপাড়ার ইজিবাইক চালক শহিদুল ইসলাম শহিদ হত্যাকাণ্ডের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

    আটককৃতরা হলো, একই গ্রামের মানিক মিয়া জমাদারের ছেলে ইরান হোসেন ও আনারুল ইসলামের ছেলে রিয়াজ। ডিবি পুলিশ চৌগাছা উপজেলার মালিগাতি গ্রাম থেকে তাদের আটক করে।

    এদিকে, শহিদ হত্যার ঘটনায় আটক দুইজনসহ ৭ জনকে আসামি করে নিহতের পিতা বশির আহম্মেদ কোতয়ালি থানায় মামলা করেছেন। মামলার অপর আসমিরা হল, পাগলাদাহ গ্রামের মাঠপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে মিরাজ, আলিফ, রিয়াজ ও একই গ্রামের আমিনুল।

    মামলার অভিযোগে জানা গেছে, নিহত শহিদের বিধবা বোন শাহিদা বেগমের ইজিবাইক ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করত শহিদ ও আসামি মিরাজ। মাঝেমধ্যে মিরাজ ইজিবাইক নিতে তাদের বাড়িতে আসতো। শহিদের বিধবা বোনকে কুপ্রস্তাব দেয় মিরাজ। বিষয়টি জানাজানি হলে শহিদ এর প্রতিবাদ করে। এতে আসামি মিরাজ ক্ষিপ্ত হয়ে শহিদকে খুন জখমের হুমকি দেয়। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে বাড়ির সামনের দোকানে আসামিদের সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে ছুরিকাঘাতে শহিদকে গুরুতর জখম করে আসামিরা। আহত শহিদকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার রাতে যশোরের ডিবি পুলিশ ওই দুইজনকে আটক করে থানায় সোপর্দ করেন। রোববার (১৪ ডিসেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনিছুর রহমান খাঁন আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছেন।

    যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, অন্য আাসমিদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…