ফুটবল এবং ক্রিকেটের দুই জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি ও শচীন টেন্ডুলকার, দুজনেই নিজ নিজ খেলার আইকন এবং ১০ নম্বর জার্সির প্রতীক। ক্রীড়াঙ্গণের এই দুই মহাতারকা রোববার (১৪ ডিসেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একই মঞ্চে ধরা দিলেন। ‘দ্য গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-এর অংশ হিসেবে আর্জেন্টাইন তারকার মুম্বাই সফরে এই বিরল মুহূর্তের সাক্ষী হলো ক্রীড়াজগৎ।
এর আগের দিন কলকাতায় বিশৃঙ্খল পরিস্থিতির সম্মুখীন হওয়ার পর ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকার তিন দিনের ভারত সফর এদিন হায়দরাবাদ ও মুম্বাইয়ে যেন আবার ছন্দ ফিরে পেল। মেসি তার সফরের এই তিন দিনের মধ্যে চারটি শহরে যাবেন।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুপুর থেকেই ক্রীড়াপ্রেমি দর্শকরা ভিড় করতে শুরু করেন। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে মেসি এবং শচীনের সাথে মঞ্চ আলোকিত করেন ভারতের ফুটবল কিংবদন্তি সুনীল ছেত্রী। গ্যালারিতে উপস্থিত দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে।
অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের উপস্থিতিতে শচীন টেন্ডুলকার মেসিকে একটি বিশেষ উপহার দেন। সেটি ছিল তার ২০১১ ক্রিকেট বিশ্বকাপের আইকনিক জার্সি। মেসি টেন্ডুলকারকে একটি ফুটবল উপহার দেন। ঘরের মাঠে বিশ্বকাপ জেতা সেই জার্সি মেসির হাতে তুলে দেয়া হয়। এই সময় মেসির সঙ্গে ছিলেন তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামির দুই সতীর্থ রদ্রিগো দি পল ও লুইস সুয়ারেজ।
মেসির হাতে জার্সি তুলে দেয়াকে ‘মুম্বাই এবং ভারতের জন্য একটি সোনালী মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেন শচীন। এই সময় ভক্ত-সমর্থকদের মধ্যে যে তুমুল উন্মাদনা দেখা যায়, তাতে শচীনের মন্তব্যই প্রতিফলিত হয়। গোটা স্টেডিয়াম ‘মেসি... মেসি...’ এবং ‘শচীন... শচীন...’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
এবি