এইমাত্র
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    বিনোদন

    চার সন্তানের বাবা হয়েও প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্জুন

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ এএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ এএম

    চার সন্তানের বাবা হয়েও প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্জুন

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ এএম

    দুই সংসার, চার সন্তান তবু প্রেম থেমে নেই। বলিউড অভিনেতা অর্জুন রামপাল আবারও শিরোনামে, তবে এবার নতুন কোনও সিনেমা নয়, ব্যক্তিগত জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য। দীর্ঘদিনের সঙ্গী, মডেল ও ফ্যাশন ডিজাইনার গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি।

    সম্প্রতি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর একটি পডকাস্টে একসঙ্গে অতিথি হয়ে আসেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। সেখানেই ছয় বছরের সম্পর্কের নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা করতে গিয়ে নিজেদের বাগদানের খবরটি নিশ্চিত করেন এই তারকা জুটি। যদিও এখনই বিয়ের পিঁড়িতে বসছেন না তারা, তবে সম্পর্ককে আরও দৃঢ় করতেই এই বাগদান বলে জানান অর্জুন।

    অভিনেতার কথায়, তারা দীর্ঘদিন ধরেই লিভ-ইন সম্পর্কে রয়েছেন এবং ইতিমধ্যে তাদের সংসারে এসেছে দুই সন্তান। অর্জুন জানান, সম্পর্কের ক্ষেত্রে তিনি স্বচ্ছতা ও একনিষ্ঠতায় বিশ্বাসী। পডকাস্টে সম্পর্ক ও যৌনতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, একজন সঙ্গীর সঙ্গে গভীর মানসিক ও শারীরিক সংযোগই একটি সম্পর্ককে শক্ত করে তোলে।

    অর্জুন রামপালের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে। ১৯৯৮ সালে মডেল মেহের জেসিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। সেই সংসারে জন্ম নেয় দুই কন্যা মাহিকা ও মায়রা। তবে ২০১৯ সালে তাদের দাম্পত্যে ইতি টানে বিচ্ছেদ। একই বছর থেকেই গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে জড়ান অর্জুন।

    গ্যাব্রিয়েলা অর্জুনের চেয়ে প্রায় ১৫ বছরের ছোট হলেও বয়সের ব্যবধান তাদের সম্পর্কে কোনও প্রভাব ফেলেনি বলেই জানান অভিনেতা। বরং দুজনের চিন্তাভাবনা ও ব্যক্তিত্বের মিলই এই সম্পর্ককে এগিয়ে নিতে সাহায্য করেছে বলে মনে করেন তিনি। একসময় বন্ধুমহল থেকে এই সম্পর্ক নিয়ে আপত্তির কথাও শুনতে হয়েছিল অর্জুনকে, কিন্তু সব সমালোচনার ঊর্ধ্বে উঠে নিজের সিদ্ধান্তেই অটল ছিলেন তিনি।

    বর্তমানে গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুনের দুই সন্তান আরিক ও আরিভ। সব মিলিয়ে চার সন্তানের বাবা অর্জুন রামপাল। নতুন করে বাগদানের মাধ্যমে নিজের জীবনের আরেকটি অধ্যায় শুরু করলেন এই বলিউড তারকা যেখানে প্রেম, দায়িত্ব আর পারিবারিক বন্ধনের এক ভিন্ন গল্প উঠে এলো।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…