মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।
১৫ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যা ৭ টার দিকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায় ।
বিষয়টি নিশ্চিত করেছেন, মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।
ককটেল বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা দেয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাতটা ৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন রিকশাচালক ও পথচারী জানান, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বেউথাগামী একটি সিএনজি থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়। এতে বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, “ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
উল্লেখ, এই নিয়ে মোট তিন দিন মানিকগঞ্জ শহরের কয়েকটি স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ হলেও পুলিশ কাউকে আটক করতে পারে নাই। যা নিয়ে জনমনে রয়েছে আতঙ্ক।
এনআই