এইমাত্র
  • ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মোস্তাফিজ
  • টরন্টোতে প্রদর্শিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘সাবিত্রী’
  • মুসলিম নারীর নিকাব টেনে খুলে ফেলায় সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী
  • ‘নিরাপত্তা’র কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী
  • রেকর্ড দামে কলকাতায় ক্যামেরন গ্রিন
  • মহান মুক্তিযুদ্ধের নায়ক থেকে রূপালি পর্দায়
  • ‘ফিফা দ্য বেস্ট’ ঘোষণা আজ, যারা আছেন আলোচনায়
  • মেট্রোরেল চলাচল স্বাভাবিক
  • দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন অজুর্না রানাতুঙ্গা
  • লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি আজ
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    মেট্রোরেল চলাচল স্বাভাবিক

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম

    মেট্রোরেল চলাচল স্বাভাবিক

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম

    মহান বিজয় দিবস উপলক্ষে প্যারাজাম্প কর্মসূচির কারণে প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর আবারও স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে মেট্রোরেল।

    মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফি জানান, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্পে অংশ নেয়া প্যারাট্রুপারদের নিরাপত্তার কথা বিবেচনা করে বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নির্ধারিত সময় শেষে আবার আগের মতোই ট্রেন চলাচল শুরু হয়।

    তিনি আরও জানান, সরকারি ছুটির দিন হলেও ডিএমটিসিএলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মেট্রোরেল চলাচল করছে। সে অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৬টা ৩০ মিনিটে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। অপরদিকে মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।’

    ডিএমটিসিএল সূত্র জানায়, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের জন্য নির্ধারিত সময়সূচিই এদিন অনুসরণ করা হচ্ছে। যাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে টিকিট সংগ্রহ ও যাত্রা সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

    উল্লেখ্য, নিয়মিত দিনে (শুক্রবার ব্যতীত) সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত যে কোনো স্টেশন থেকে সিঙ্গেল জার্নি টিকিট কেনা এবং এমআরটি বা র‍্যাপিড পাস টপ-আপ করা যায়। নির্ধারিত সময়ের পর সব টিকিট অফিস ও মেশিন বন্ধ হয়ে যায়।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…