এইমাত্র
  • দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
  • জীবনের নিরাপত্তা চান জাকির খান, থানায় জিডি
  • যুগ্ম সচিবকে জিম্মি করে চাঁদা দাবি চালকের!
  • ভারতের হাইকমিশনারকে লাথি দিয়ে বের করে দেয়া উচিত: হাসনাত আব্দুল্লাহ
  • ভূমিকম্পে কেঁপে উঠল সৌদি আরব
  • ভিক্ষাবৃত্তির দায়ে দেশে ফেরত পাঠানো হয়েছে ৫১ হাজারের বেশি পাকিস্তানিকে
  • পে-স্কেল নিয়ে অবশেষে যেসব সিদ্ধান্ত হলো
  • মেক্সিকোর সংসদে নজিরবিহীন হট্টগোল, চুলোচুলিতে জড়ালেন আইনপ্রণেতারা
  • কলকাতার নিউটাউনে ঘুনি বস্তিতে ভয়াবহ আগুন
  • যুক্তরাষ্ট্রের লক্ষ্য আরেকটি লিবিয়া, আফগানিস্তান বা ইরাক তৈরি করা: মাদুরো
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সাতকানিয়ায় খালের পথ রুদ্ধ করে দেওয়া বাঁধ অপসারণে অভিযান

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম
    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম

    সাতকানিয়ায় খালের পথ রুদ্ধ করে দেওয়া বাঁধ অপসারণে অভিযান

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম

    চট্টগ্রামের সাতকানিয়ায় খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে অবৈধভাবে দেওয়া মাটির বাঁধ অপসারণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

    বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার ঢেমশা ও নলুয়া ইউনিয়নের সীমান্তবর্তী বারমোহা খালে এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানের নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।

    প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খালটির ওপর মাটি ফেলে বাঁধ নির্মাণ করা হয়েছিল। এতে খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানকালে খালের ওপর দেওয়া অবৈধ মাটির বাঁধ অপসারণে শ্রমিক দিয়ে কাজ শুরু করা হয়। একই সঙ্গে খালটি দখল বা ভবিষ্যতে মাটি ফেলে বাঁধ দেওয়ার বিষয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

    এ সময় ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, খাল ও জলাধারের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। জনভোগান্তি সৃষ্টি করে এমন কোনো অবৈধ কার্যক্রম বরদাশত করা হবে না। প্রয়োজনে নিয়মিত অভিযান চালানো হবে।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা ফাহাদ হাসান। অভিযানে সহায়তা করেন আনসার সদস্যরা।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…