ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের দরিরামপুর বাস স্ট্যান্ড এলাকায় জনদুর্ভোগ লাঘবে ফুট ওভারব্রিজে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ওভারব্রিজের ওপর যত্রতত্র গড়ে ওঠা ভাসমান দোকান গুলো তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়। এছাড়া আইন লঙ্ঘন করে দোকান পরিচালনা ও সড়কে অবৈধভাবে পার্কিং করার অপরাধে ৭টি মামলায় মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এই দণ্ড প্রদান করা হয়। এর মধ্যে সড়কে যানজট সৃষ্টির দায়ে একটি বাসের চালককেও জরিমানার আওতায় আনা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন ত্রিশাল থানা পুলিশের একটি দল এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী জানান, সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এবং যানজট নিরসনে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এনআই