হংকং ও চীন ভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান থেকে সম্প্রতি ১.৪ মিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়েছে বাংলাদেশের এসএম ফিনটেক লিমিটেড।
এসএম ফিনটেক মুলত একটি প্রযুক্তি ভিত্তিক আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান। তাদের সেবা সমূহের মধ্যে রয়েছে, “Crediee” একটি মোবাইল অ্যাপ ভিত্তিক ক্রেডিট স্কোরিং ইঞ্জিন, যার দ্বারা একজন গ্রাহক ঘরে বসেই তার মোবাইল ফোনের মাধ্যেমে অনলাইন লোনের আবেদন করতে পারবেন। এটির ব্যবহার মুলত বিভিন্ন ঋণ প্রদানকারী সংস্থা সমুহ তাদের কাস্টমারদের Risk Assessment, Credit Worthiness Checking এর কাজ করে থাকে।
এর পাশাপাশি “Myne মাইনে” আরেকটি মোবাইল এপ্লিকেশন যার মাধ্যমে জরুরি প্রয়োজনে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চাকুরিজীবীদের বেতনের বিপরীতে অগ্রিম আর্থিক সেবা নিতে পারবেন।
এখন পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ফাইনান্স লিমিটেড ও আম্বালা ফাউন্ডেশন এর সাথে এসএম ফিনটেক চুক্তিবদ্ধ হয়েছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আরিফ সিকদার সময়ের কণ্ঠস্বরকে বলেন, আমরা বাংলাদেশের জনগণের আর্থিক প্রয়োজনের কথা মাথায় রেখে আমাদের এ সার্ভিসটি ডেভেলপ করেছি। আমরা দেশের সাধারণ মানুষ ও প্রাতিষ্ঠানিক ঋণ প্রদানকারী সংস্থাদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করতে চাই।