এইমাত্র
  • মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, প্রাণে রক্ষা পেল ৩ সহস্রাধিক যাত্রী
  • সিরিয়ায় পররাষ্ট্র-প্রতিরক্ষামন্ত্রীর পদে বিদ্রোহীরা
  • গ্রীন লাইফ হাসপাতালে ডাক্তার ছাড়াই ওপেন হার্ট সার্জারিতে রোগীর মৃত্যুর অভিযোগ
  • ঢাকার মঞ্চে সুর ছড়াতে কার্পণ্য করেননি রাহাত ফতেহ আলী খান
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে ১০ গাড়ির সংঘর্ষ, নিহত ১
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা
  • শিরোপার খুব কাছে গিয়েও পারলো না বাংলাদেশ
  • ফাইনাল ম্যাচে ভারতকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ১১৮
  • নরসিংদীতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা
  • পঞ্চগড়ে ফের শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি
  • আজ রবিবার, ৮ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪
    বিনোদন

    নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, যা জানা গেল

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১১:২২ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১১:২২ পিএম

    নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, যা জানা গেল

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১১:২২ পিএম

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসির একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, হাতকড়া পরা এক ব্যক্তি পুলিশের পোশাক পরা এক নারীর দিকে বারবার তাকাচ্ছেন। এ সময় পাশেই থাকা পুলিশের পোশাক পরা এক পুরুষ তাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করছেন। ভিডিওটি প্রচার করে দাবি করা হচ্ছে, এটি একটি বাস্তব ঘটনা। তবে বাস্তবে এমন ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বাংলাদেশি ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার।

    শনিবার রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে বলা হয়, নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি দেওয়ার এই ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয়। এটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির ‘মাশরাফি জুনিয়র’ ধারাবাহিক নাটকের শুটিংয়ের সময় ধারণকৃত একটি অভিনীত ভিডিও। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে ‘আসিফ আদনান ব্রো’ নামের একটি ফেসবুক পেজে গত ৮ নভেম্বর ‘এ একটা কাজ হলো’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভিডিওটির সঙ্গে যুক্ত ‘বিমান বন্দর থেকে গ্রেপ্তার সিঙ্গেল লীগের সভাপতি আসিফ আদনান’ লেখা থেকে প্রতীয়মান হয়, এটি মজার ছলে তৈরি একটি ভিডিও। এছাড়া ওই ফেসবুক পেজে প্রকাশিত বিভিন্ন ছবির সঙ্গে ভিডিওতে আসামির ভূমিকায় থাকা ব্যক্তির চেহারার মিল পাওয়া যায়। পরবর্তীতে আসিফ আদনানের ফেসবুক অ্যাকাউন্টে গত ১৮ ডিসেম্বর ‘একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি ভাইরাল’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

    এ বিষয়ে আসিফ আদনান বলেন, তিনি দীপ্ত টিভির ডিজিটাল ডিপার্টমেন্টে কর্মরত এবং পাশাপাশি কনটেন্ট তৈরি করেন। নাটকের শুটিংয়ের ফাঁকে মজার ছলে নিজের জন্য এই ভিডিওটি তৈরি করেছিলেন।

    এছাড়া আসিফ আদনানের ফেসবুক পেজে গত ২০ ডিসেম্বর প্রকাশিত একটি পোস্টেও একই তথ্য নিশ্চিত করা হয়। সুতরাং নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি দেওয়ার একটি স্ক্রিপ্টেড ভিডিও বাস্তব ঘটনার দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…