বর্তমান সময়ের দেশের জনপ্রিয় তারকারা অভিনয়ের সঙ্গে পোশাকের ক্ষেত্রে বেশ সাবলিল। সবাই চায় ফ্যাশনেবল বাহারি ডিজাইনের পোশাক। সেই তারকাদের কাছে মাত্র কয়েক বছরের মধ্যে অনলাইনে জনপ্রিয়তার তুঙ্গে উঠে এসেছে ফ্যাশনেবল পোশাকের ব্র্যান্ড 'ট্রেন্ড মার্ট'। এই ব্র্যান্ডের পোশাক নিয়মিত পরে বিভিন্ন অনুষ্ঠান ও শ্যুটিংয়ে অংশ নেন দেশের জনপ্রিয় তারকারা। সেই সঙ্গে অল্প দামে বলিউড ধাচের পোশাক পাওয়া যায় বলে জানান ব্রান্ডটির কর্ণধার। শুধুমাত্র তারকা নয় এই ব্র্যান্ডের ভক্ত আধুনিক তরুনীরাও।
ফ্যাশন ডিজাইনার আব্দুল্লাহ আল আদনান ও উদ্যোক্তা নাহরীন খান দম্পতি এই ব্র্যান্ডের যাত্রা শুরু করেন। এই দম্পতি জানান, অনলাইনে আমাদের পোশাকের চাহিদা অনেক বেশি। কিন্তু অনেক ক্লায়েন্ট আমাদের অনুরোধ করছিলেন একটি শো-রুম দেয়ার জন্য। যাতে তারা নিজ চোখে পোশাকগুলো ধরে দেখতে পারে এবং অর্ডার করতে পারে। বিশেষ করে ধানমন্তিতে আমাদের ক্লায়েন্ট সবচেয়ে বেশি। তাই আমাদের 'ট্রেন্ড মার্ট'-এর সর্বপ্রথম শো-রুম খুললাম ধানমন্ডির সীমান্ত স্কয়ারে।
আপাতত 'ট্রেন্ড মার্ট' শুধু নারীদের পার্টি পোশাক নিয়ে কাজ করছে। ধীরে ধীরে নানা ধরনের পোশাক আনবে তারা। সঙ্গে ব্যাগ, এক্সেসরিসও পাওয়া এতে। খুব শিগগিরই রাজধানীর আরও কয়েকটি এলাকায় তাদের শো-রুম খোলা হবে বলে জানান তারা।
ট্রেন্ড মার্ট-এর প্রথম শোরুম উদ্বোধন করেন এ সময়ের জনপ্রিয় মডেল ও ব্র্যান্ড প্রোমোটার বারিষা হক। তিনি বলেন, 'আমি পোশাক নির্বাচনে খুব চুজি। কিন্তু ট্রেন্ড মার্টের সব ডিজাইনই কোনো না কোনো ব্যবহার করেছি। বুঝতেই পারছেন তাদের পোশাকের কী পরিমাণ ভক্ত আমি! আসলেই তারা দারুণ কাজ করেন। যে কোন ফ্যাশনেবল নারী তাদের কাপড় খুব পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।'