যুব এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে যুবা টাইগাররা।
সোমবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক আজিজুল হক তামিম।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয় নেপালের। দুই ওপেনার সাহিল প্যাটেল ও নিরাজ কুমার যাদব গড়েন ৪০ রানের জুটি।
তবে এরপরেই খেয় হারায় তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ওভারের আগেই অলআউট হয়ে যায় তারা। শেষদিকে অভিষেক তিওয়ারি ৩০ রানের ধৈর্যশীল ইনিংস খেলে দলকে ১৩০ রানের পুঁজি এনে দেন।
বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ সবুজ। ২টি করে উইকেট নেন সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ এবং আজিজুল হাকিম তামিম। ১ উইকেট নিয়েছেন শাহরিয়া আল-আমিন।
জবাব দিতে নেমে বাংলাদেশকে আগ্রাসী শুরু এনে দেন ওপেনার জাওয়াদ আবরার। তবে ৪র্থ ওভারের প্রথম দুই বলে রিফাত বেগ এবং আজিজুল হাকিম তামিমের উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ৭ বলে ৫ রান করে বিদায় নেন রিফাত। তামিম আউট হন ১ বলে ১ রান করে। এরপর জাওয়াদের সাথে জুটি বাঁধেন কালাম সিদ্দিকী অ্যালেন।
এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন জাওয়াদ। তাকে দারুণভাবে সঙ্গ দেন কালামও। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে বাংলাদেশের ইনিংস। কিছুটা চালিয়ে খেলেছেন জাওয়াদ। তুলে নেন দারুণ এক ফিফটিও। আগের ম্যাচেও ম্যাচ জেতানো ফিফটি হাঁকিয়েছিলেন জাওয়াদ আবরার।
শেষ দিকে ৬৬ বলে ৩৪ রান করে বিদায় নেন অ্যালেন। জাওয়াদ শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৬৮ বলে ৭০ রান করে টিকে ছিলেন জাওয়াদ। ৮ বলে ১২ রান করে টিকে ছিলেন রিজান হোসেন। ১৫১ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ।
আরডি