গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) চেয়ারম্যান পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আজমত উল্লা খান।
রোববার (৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০ অনুযায়ী চেয়ারম্যান পদে তাকে নিয়োগ দিয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে। সূত্র : বাসস
অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে অ্যাডভোকেট আজমত উল্লা খানের এই নিয়োগ কার্যকর হবে। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন অনুযায়ী নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
এফএস