সোমবার(১৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৩ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান 'ঘুড্ডি' খ্যাত নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী। মৃত্যুকালে গুণী এই নির্মাতার বয়স ছিল ৭৭ বছর। শেষ বারের মতো শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার প্রয়াত এই মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়।
কেন্দ্রীয় শহীদ মিনারে একুশে পদকপ্রাপ্ত এই নির্মাতাকে শ্রদ্ধা জানান নানা পেশা শ্রেণীর মানুষ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই বিদায় অনুষ্ঠানে সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পন করেন। শহীদ মিনার থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় ধানমন্ডি। সেখানে জোহরের নামাজের পর ১টা ৩০ মিনিটে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ধানমন্ডির তাকওয়া মসজিদে। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে শ্রদ্ধা জানানো শেষে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরে পাশে সৈয়দ সালাহউদ্দিন জাকীকে দাফন করা হয়।
জানা গেছে, সোমবার(১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায়ও ধানমন্ডির বাসায় ছিলেন সৈয়দ সালাহউদ্দিন জাকী। সব ঠিকঠাকভাবে চলছিল। রাত ১০টার পর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে। রাত ১০টার পর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সৈয়দ সালাহউদ্দিন জাকী ১৯৪৬ সালের ২৬ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালে 'ঘুড্ডি' সিনেমার কাহিনি লিখে শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এরপর ২০২১ সালে একুশে পদক লাভ করেন। এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর 'লাল বেনারসি', 'আয়না বিবির পালা'সহ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন। গত শতকের নব্বই দশকের শেষ দিকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও কর্মরত ছিলেন তিনি।