খড় দিয়ে আড়াল করা একটি মিনি ট্রাকে করে বিপুল পরিমাণ চোলাই মদ পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন জনতা। বান্দরবান থেকে চট্টগ্রাম নগরের উদ্দেশে যাত্রা করা ট্রাকটি আটক করা হয়। পরে ট্রাক থেকে নামানো চোলাই মদভর্তি বস্তায় আগুন দেওয়া হয়। রবিবার (১৪ ডিসম্বের) রাত আনুমানিক ১০টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটির ভেতরে এক লিটার করে অসংখ্য ছোট পলিথিনে চোলাই মদ ভরা ছিল। এসব পলিথিন আবার একাধিক বস্তায় ভরে ট্রাকে তোলা হয়। বস্তাগুলো যাতে সহজে চোখে না পড়ে, সে জন্য ওপর থেকে খড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল।
সন্দেহ হলে স্থানীয়রা ট্রাকটি আটক করে তল্লাশি চালান। এ সময় খড় সরাতেই বেরিয়ে আসে চোলাই মদভর্তি বস্তা। পরে সেগুলো ট্রাক থেকে নামিয়ে মহাসড়কের পাশে রেখে আগুন দেওয়া হয়। পরিস্থিতি বুঝে ট্রাকে থাকা ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
চোলাই মদে আগুন দেওয়ার ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি বস্তাগুলো নামিয়ে প্রকাশ্যে চোলাই মদভর্তি পলিথিনে আগুন দিচ্ছেন।
গাড়িটিতে কী পরিমাণ চোলাই মদ ছিল, সে বিষয়ে পুলিশ নিশ্চিত তথ্য দিতে পারেনি। তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় চার হাজার লিটার চোলাই মদ পুড়িয়ে দেওয়া হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিনি ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। ট্রাকে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’
ইখা