এইমাত্র
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    বিনোদন

    'অন্তর্জাল' মুক্তির দিনেই 'অন্তর্জাল ২' নির্মাণের ঘোষণা আইসিটি প্রতিমন্ত্রীর

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪০ পিএম
    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪০ পিএম

    'অন্তর্জাল' মুক্তির দিনেই 'অন্তর্জাল ২' নির্মাণের ঘোষণা আইসিটি প্রতিমন্ত্রীর

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪০ পিএম

    তরুণ গ্রোগ্রামার লুমিন, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ নিশাদ কিংবা রোবোটিকস প্রকৌশলী প্রিয়ম—এমন চরিত্রগুলো 'অন্তর্জাল' সিনেমার দিয়ে পর্দায় তুলে এনেছেন নির্মাতা দীপংকর দীপন। সিনেমাটি নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বললেন, 'আমাদের কর্মসংস্থান থেকে বিনোদন সবকিছুই এখন ইন্টারনেটের ওপর নির্ভরশীল। কিন্তু এই ইন্টারনেটে যে আমাদের কতটা ঝুঁকি আছে, এবং সাইবার সিকিউরিটি এক্সপার্ট যে একটা ভালো পেশা হতে পারে সেটা আমাদের তরুণদের কাছে তুলে ধরার জন্য এই সিনেমা খুবই ভালো একটি ভূমিকা রাখবে। ২০৪১ সাল পর্যন্ত আমরা যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো সেখানেও সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ নেতৃত্ব দেবে। বাংলাদেশের তরুণ-তরুণীদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সারাবিশ্বের সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করতে হবে। সেক্ষেত্রে এই চলচ্চিত্রটি ভালো ভূমিকা রাখবে আমাদের তরুণ-তরুণীদের উদ্বুদ্ধ করতে।'

    শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশসহ সারা বিশ্বের ১৮৪টি হলে মুক্তি পেয়েছে দেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা 'অন্তর্জাল'। গতকাল শুক্রবার(২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ছিল এর স্পেশাল শো। সেখানে অভিনয়শিল্পীদের সঙ্গে ‌সিনেমাটি দেখেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এদিন গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তিনি এমন মন্তব্য করেছেন। একি সঙ্গে জানালেন, সিনেমাটির সিক্যুয়েল অর্থাৎ ‌'অন্তর্জাল ২' আসছে।

    'অন্তর্জাল ২' আসবে কি না জানতে চাইলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী বললেন, "দীপংকর দার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। আমাদের মধ্যে আলাপ-আলোচনা চলছে। আমরা শিগগিরই ‌'অন্তর্জাল ২' নিয়ে কাজ করবো।"

    তিন তরুণ প্রোগ্রামারের বুদ্ধিভিত্তিক উদ্ভাবন আর সাইবার দুনিয়ার হামলা নিয়ে এক কল্পিত দুনিয়ার বাস্তব লড়াইয়ের সিনেমা 'অন্তর্জাল'। সিনেমাটি গতকাল নিয়ে ৭ বার দেখেছেন বলে জানালেন জুনাইদ আহমেদ পলক। বললেন, 'এটা একটা ভিন্ন ধরনের চলচ্চিত্র, আমাদের নতুন প্রজন্মের জন্য নতুন ধরনের একটা সিনেমা আমরা উপহার দিতে যাচ্ছি। আমাদের যারা তরুণ আর্টিস্টরা একসাথে টিমওয়ার্ক করেছে, পাশাপাশি আমাদের দীপংকর দীপন খুব চমৎকার কাজ করেছেন। দর্শকরা সিনেমাটি খুবই উপভোগ করবে।'

    প্রসঙ্গত, আমেরিকা ও কানাডার ১৫০ থিয়েটারে এবং দেশের ৩৪টি হলে মুক্তি পেয়েছে সাইবার থ্রিলার 'অন্তর্জাল'। বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এ সিনেমার প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিও। নির্মাতা দীপংকর দীপনের পরিচালনায় এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল, মাশরুর ইনান, রওনক হাসান, মোহাম্মদ বারী প্রমুখ।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…