বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় তিনদিন ব্যাপী উৎসবের আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও কুয়াকাটা পৌরসভা। বুধবার (২৭ সেপ্টেম্বর) থেকে শুক্রবার পর্যন্ত কুয়াকাটা সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় আয়োজন করা হয়েছে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেন্য শিল্পীরা অংশগ্রহন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতি, ট্যুরিজম ব্যবসায়ী, ট্যুরিস্ট পুলিশ দিবসটি পালনে নিয়েছে নানা উদ্যোগ।
এদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটার সকল হোটেল মোটেলে ৫০ শতাংশ ছাড়ের ঘোষনা দিয়েছে মালিক কর্তৃপক্ষ। এ ছাড়ের ঘোষনার পরই বুকিং হয়ে গেছে কুয়াকাটার অধিকাংশ হোটেল মোটেলের কক্ষ।
হোটেল মালিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাড়ায় ছাড় দেয়া হয়েছে। পর্যটকদের সুযোগ সুবিধা বাড়িয়ে দিতে নেয়া হয়েছে নানামুখী উদ্যোগ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কুয়াকাটায় পর্যটকদের অকর্ষন বাড়াতে নেয়া হয়েছে এ উদ্যোগ। এসময় বর্নিল সাজে সাজানো হবে কুয়াকাটা।
এআই