এইমাত্র
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    সাকিবকে ছাড়িয়ে দেশসেরা হলেন তাইজুল

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৩, ১০:৫৪ এএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৩, ১০:৫৪ এএম

    সাকিবকে ছাড়িয়ে দেশসেরা হলেন তাইজুল

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৩, ১০:৫৪ এএম

    বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এক আস্তার নাম তাইজুল ইসলাম। যদিও বিশ্বসেরা সাকিব আল হাসানের কারণে বেশিরভাগ সময় তার কীর্তি ঢাকা পড়ে থাকলেও নীরবে-নিভৃতে নিজের কাজটা করে যাচ্ছেন তাইজুল। তবে এবার আইসিসি জানিয়ে দিল ইতিহাস গড়ে সাকিবকে ছাড়িয়ে গেছেন এই বাঁহাতি স্পিনার।

    সিলেট টেস্টে ১০ উইকেট পেয়ে ম্যাচ সেরা হন তাইজুল ইসলাম। তার ঐ অর্জন র‌্যাঙ্কিংয়েও তাকে উপরে এনেছে। এর সঙ্গে আবার গড়েছেন নতুন ইতিহাস।

    আইসিসির হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে টেস্টে বোলারদের মধ্যে আট ধাপ এগিয়েছেন তাইজুল। এর চেয়েও বড় অর্জন, বাংলাদেশের বোলারদের মধ্যে টেস্ট ইতিহাসে এখন সবচেয়ে বেশি রেটিং পয়েন্টের মালিক তাইজুল। ২০১৭ সালের আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের সময় সাকিবের বোলিং রেটিং পয়েন্ট উঠেছিল ৭০৫।

    সেটিই ছিল এতদিন বাংলাদেশি কোনো বোলারের সেরা। সাকিবকে ছাড়িয়ে তাইজুলের রেটিং পয়েন্ট এখন ৭০৮।

    বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ রেটিং অর্জনের পাশাপাশি ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়েও উঠেছেন তাইজুল। ২২ নম্বর থেকে এক লাফে উঠেছেন ১৪তম অবস্থানে। সেরা বিশে তিনিই একমাত্র বাংলাদেশি। ২৩ নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ, এই সিরিজে না খেলা সাকিব ২৭ নম্বরে।

    ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে উঠেছেন নাজমুল হোসেন শান্তও। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলা এ বাঁহাতি ব্যাটার ১৩ ধাপ এগিয়ে এসেছেন ৪২ নম্বরে। প্রথমবারের মতো সেরা-৫০ ব্যাটারের মধ্যে শান্ত। সিলেট টেস্টে একটি হাফসেঞ্চুরিসহ ৭৯ রান করা মুশফিকুর রহিম চার ধাপ এগিয়ে ঢুকে পড়েছেন সেরা বিশে। এখন টেস্ট ব্যাটারদের মধ্যে তার র‌্যাংকিং ২০ নম্বর।

    টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। ইংল্যান্ডের জো রুট দুই এবং অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ তিন নম্বরে।

    বোলারদের মধ্যে শীর্ষে ভারতের রবিচন্দ্রন অশ্বিন। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা দ্বিতীয় অবস্থানে। দুই ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

    টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে এসেছে পরিবর্তন। আফগানিস্তানের রশিদ খানকে সরিয়ে এক নম্বর বোলার হয়েছেন ভারতের রবি বিষ্ণুই। তিন নম্বরে যৌথভাবে আছেন ইংল্যান্ডের আদিল রশিদ ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…