ময়মনসিংহের গৌরীপুরের বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক ও সংবাদপত্র এজেন্ট শেখ আব্দুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গৌরীপুরে প্রেসক্লাবের উদ্যোগে বুধবার (৬ ডিসেম্বর) রাত ৮টায় প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টির সঞ্চালনায় স্মরণ সভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য দেন- গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ, কমল সরকার, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহিন, মরহুমের ছেলে মশিউর রহমান কাউসার, সাবেক ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন, প্রেসক্লাবের সহ-সভাপতি আলী হায়দার রবিন, সহ সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, সদস্য কাজী আব্দুল্লাহ আল আমিন, ফারুক আহাম্মদ, আরিফ আহম্মেদ, রাকিবুল ইসলাম রাকিব, সাংবাদিক মোখলেছুর রহমান প্রমুখ।
এছাড়া এদিন দুপুর ২টায় রেল স্টেশন এলাকায় খোদাবক্স ফুরকানিয়া মাদ্রাসায় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার মো. নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. মোখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, গৌরীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সফিকুল ইসলাম, জিআরপি ইনচার্জ মীর্জা মোহাম্মদ মুক্তা, আরএনবি ইনচার্জ মো. মোরশেদুল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরীপুর উপজেলা শাখার সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরা, সদস্য রাজিবুল হক, রোকন উদ্দিন প্রমুখ।
পিএম