আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছেন বাংলাদেশ জাতীয়তাবদী আইনজীবী ফোরাম জেলা ইউনিট।
রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তারা।
এসময় বক্তব্য দেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এ্যাড. মো. জয়নাল আবেদীন, বাংলাদেশ জাতীয়তাবদী আইনজীবী ফোরাম ঠাকুরগাঁও জেলা ইউনিটের সহ সভাপতি এ্যাড. মো. মহসীন ভূঁঞা, সাধারণ সম্পাদক এ্যাড. এন্তাজুল হক।
বক্তব্যে তারা দেশে মানবাধিকার লঙ্ঘনের কথা উল্লেখ করে বলেন, নির্বাচন নিয়ে এই সরকার মানবাধিকার লঙ্ঘন করছেন। আমরা চাই গণতান্ত্রিক ও সুষ্ঠুভাবে নির্বাচন। এটা আমাদের দাবি। এই দাবি সরকারকে মানতে হবে। তারা আমাদের অধিকার আদায়ের জন্য সভা সমাবেশও করতে দিচ্ছে না। আমরা সভা সমাবেশ করতে গেলেই দলিয় কার্যালয়ের সামনে অবস্থান নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
এছাড়াও বাজারে দ্রব্যমূল্যের সীমা অতিক্রম ছাড়িয়ে গেছে। যা সাধারণ মানুষের জন্য খুব কষ্টকর হয়ে পড়েছে। তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখারও দাবি জানান তারা।
এআই