কর্মী সমর্থকদের বাড়ি-ঘরে ভাঙচুরের অভিযোগে করেছেন নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।
রোববার (১০ ডিসেম্বর) রূপগঞ্জের রূপসীর নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, সরকার দলীয় এমপি, মন্ত্রীদের যে বাহিনী এদের যদি সরকার নিয়ন্ত্রণ না করতে পারে এবং আইনশৃঙ্খলা বাহিনী যদি নিয়ন্ত্রণ না করে, তাদের যদি আইনের আওতায় না আনে তাহলে প্রধানমন্ত্রীর কমিটমেন্ট অনুযায়ী সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে না। প্রভাবমুক্ত নির্বাচন, সন্ত্রাসী মুক্ত নির্বাচন ও জবরদখল মুক্ত নির্বাচন এগুলোকে বন্ধ করতে না পারলে নির্বাচন সুষ্ঠু হবে না।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কমিটমেন্ট বজায় রাখতে হলে সরকারের এমপি, মন্ত্রী বাহিনীদের তাদের নিয়ন্ত্রণ না করতে পারলে সুষ্ঠু নির্বাচন হবে না। মানুষ বাধ্য হবে নির্বাচন থেকে সরে থাকতে। অনেক দল বাধ্য হবে নির্বাচন থেকে সরে যেতে।