আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত ৩০ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিদের বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন।
সরকারি নির্দেশ মতে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন বদলি হন পাশ্ববর্তী নিকলী থানায়। দীর্ঘ তিন বছর তিনি কটিয়াদীতে আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন। দক্ষতা ও মানবিক হাতে তিনি এই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে যুগান্তকারী ভুমিকা রেখে গেছেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, পুলিশ মানেই ভীতি এই চিন্তাটা এই ওসি তার কাজের মাধ্যমে দূর করতে পেরেছিলেন৷ সাধারণ মানুষ তার কাছে গিয়ে যে কোন সমস্যা বলতে পারতেন। তিনি থানায় সেবা নিতে আসা মানুষের শেষ ভরসা ও বিশ্বাসের প্রতিক হয়ে ওঠতে পেরেছিলেন। একদিকে তিনি ছিলেন চৌকস অপরদিকে মানবিক এবং উচ্চ চিন্তার মানুষ। ফলে তার কাজের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছিলো৷
শনিবার (০৯ ডিসেম্বর) রাতে কটিয়াদী রিপোটার্স ইউনিটিতে সাংবাদিকদের পক্ষ থেকে বিদায়ী ওসিকে সংবর্ধনা দেওয়া হয়েছে৷
শুক্রবার ও শনিবার ওসির বিদায় জানাতে থানায় এসেছে অনেক মানুষ৷ তার মধ্যে অধিকাংশ সাধারণ মানুষ নারী-পুরুষ৷ কেউ উপহার হিসেবে ফল, রান্না করা খাবার নিয়ে আসেন৷ ওসির সাথে কথা বলে মানুষ আবেগাপ্লুত হন। পাশাপাশি থানার ভিতরে ও সামনে অসহায় এক নারীকে কাঁদতে দেখা যায়। সবার ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নেন তিনি৷
কটিয়াদী রিপোটার্স ইউনিটির সভাপতি সিনিয়র সাংবাদিক ফ.হ আলমগীর জোয়ারদার বলেন, ওনি (ওসি শাহাদাত) কাজের মাধ্যমে কটিয়াদীর মানুষের ভালোবাসা পেয়েছেন। চাকুরী জীবনে কেউ হয় নিন্দিত, কেউ হয় নন্দিত৷ ওনি নন্দিত হয়ে বিদায় নিয়েছেন।
বিদায়ী অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন বলেন, আমি সবাইকে সমান চোখে দেখতাম। মানুষ আমাকে অসম্ভব রকম বিশ্বাস করতো। এজন্য আমার কাজগুলো করতে সহজ হতো। কর্মময় জীবনে কটিয়াদীর মানুষের ভালোবাসা ছিলো অতুলনীয়। কোন ভুল হয়ে থাকলে আন্তরিক ভাবে ক্ষমা চাই।