সম্প্রতি এক গণমাধ্যমের সাক্ষাৎকারে রণবীর বলেন আলিয়া তার প্রথম স্ত্রী নন। তাহলে প্রশ্ন হচ্ছে রণবীরের প্রথম স্ত্রী কে?
মূলত রণবীর তার সিনেমার প্রচারণার জন্য ভারতীয় গণমাধ্যম ম্যাশেবল ইন্ডিয়ার মুখোমুখি হয়েছিলেন। আর সেখানেই এ অভিনেতা জানান আলিয়া তার দ্বিতীয় স্ত্রী। এর আগে একবার রণবীরের বিয়ে হয়েছে। তবে সেটি তার অজান্তে ও অনুপস্থিতিতে।
ওই সাক্ষাৎকারে রণবীরকে প্রশ্ন করা হয়, কোনো সময় তার কোনো ভক্ত এমন কিছু করেছে; যেটি অন্যরকম?
এ প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, ‘হ্যাঁ, একবার এক মেয়ে আমার বাড়ির সামনে এসে আমার বাড়ির দরজার সঙ্গে বিয়ে করে যায়। তিনি রীতিমতো পুরোহিত ডেকে এনে দরজায় তিলক লাগিয়ে একেবারে বিয়ে করে। অবশ্য সে সময় আমি বাড়িতে ছিলাম না। পরে ঘটনাটি শুনে অবাক হই। আর এ কারণেই আলিয়া আমার প্রথম স্ত্রী নয়। তবে আমি কখনো আমার প্রথম স্ত্রীকে দেখিনি।
এদিকে রণবীরের এ কথায় হাসতে থাকে দর্শকরা। কেননা এ ঘটনা শুধু মাত্র একজন ভক্তের উন্মাদনা ছাড়া আর কিছু নয়। আর এতে অভিনেতার কোনো দায় নেই।
অন্যদিকে আলিয়ারও স্বামী রণবীরের ওপর রাগের কোনো কারণ নেই। কেননা কোনো কিছুই রণবীরের ইচ্ছায় হয়নি।
বর্তমানে বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমাটি। একর পর এক রেকর্ড ভেঙে চলেছে সিনেমাটি।
এ সিনেমায় রণবীর ও রাশমিকা দম্পতি হিসেবে অভিনয় করেছেন। অনিল কাপুর রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করেছেন এবং ববি দেওলকে মুভিতে প্রধান খলনায়ক হিসেবে দেখা গেছে। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম–এই পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।
২০০ কোটি রুপি বাজেটের ‘অ্যানিমেল’ এ রণবীর ও অনিল কাপুরের মধ্যকার জটিল সম্পর্ককে তুলে ধরা হয়েছে।
এফএস