শাহজাদপুরে নাতনীকে দেখতে গিয়ে বেপরোয়া বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারালেন দেলবার শেখ (৭০) নামের এক বৃদ্ধ।
দেলবার শেখ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙারু গ্রামের মৃত জুব্বার শেখ এর ছেলে।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাসস্ট্যান্ডে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, সকালে বৃদ্ধ দেলবার শেখ উপজেলার গারাদহ ইউনিয়নের সরিষাকোল উত্তরপাড়ায় নাতনিকে দেখতে তার শশুরবাড়িতে যান। ৮/৯ মাস পূর্বে সরিষাকোল উত্তরপাড়ার ঈসা ভুইয়ার ছেলে রেজাউলের সাথে তার নাতনীর বিয়ে হয়।
দুপুরের খাবার শেষে পার্শ্ববর্তী সরিষাকোল ফাজিল ডিগ্রী মাদ্রাসা সংলগ্ন বাসস্ট্যান্ডে মহাসড়ক অতিক্রম করার সময় পাবনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী সরকার ট্রাভেলস এর বেপরোয়া গতির একটি বাস বৃদ্ধ দেলবার শেখকে চাকার নিচে পিষ্ট করে দ্রুত গতিতে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা এগিয়ে এলে দেখা যায় বৃদ্ধ দেলবার শেখ ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেছেন। খবর পেয়ে স্বজনেরা এসে দেলবার শেখ এর লাশ বাড়িতে নিয়ে যায়।
এসময় শাহজাদপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক শামিম সরোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এই বিষয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রেজাউল করিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ২টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি পাবনা থেকে ঢাকা গামী সরকার ট্রাভেলস এর একটি বাস বৃদ্ধ দেলবার শেখকে চাকার নিচে পিষ্ট করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এআই