জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডলের বাসার সামনের ব্রীজে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে শহরের সাহেবপাড়া মোড়ের কালভার্টের উপর এ ঘটনা ঘটে।
ঘটনার পর জেলা আওয়ামী লীগের নেতাকর্মী, যুবলীগের নেতাকর্মী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পুলিশের দাবি সেগুলো পটকা।
প্রত্যক্ষদর্শী ও আ.লীগ নেতার বাসার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিনজন ব্যক্তি একটি মোটরসাইকেলে এসে আব্দুল গফুর সড়কের সাহেবপাড়া মোড় এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডলের বাসার পাশে দাঁড়ান। এরপর একজন ব্যক্তি মোড়ের পাশে ব্রীজের উপর পরপর দু'টি কটটেল মেরে মোটরসাইকেলে চড়ে তারা ওই সড়কের তাঁতীপাড়ার দিক দিয়ে পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণের সময় বিকট শব্দ হয় এবং প্রচুর ধোঁয়া হয়। তখন মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল বলেন, ঘটনার সময় আমি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ছিলাম। খবর পেয়ে চলে আসি। জেলা আওয়ামী লীগের সভাপতিসহ দলীয় নেতাকর্মীও আসেন। পুলিশ ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজ তাদের দেওয়া হয়েছে। ফুটেজে দেখা যায় সেখানে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
তিনি বলেন, মানুষের মধ্যে ভীতি সৃষ্টির জন্য বিএনপির সন্ত্রাসীরা এসব করছে। সারাদেশে দু-একটি ককটেল বিস্ফোরণ তারা ঘটাচ্ছে এবং এখানেও ঘটে গেল। এই ককটেল বিস্ফোরণে আমরা ভীত নয়।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন করীর বলেন, সাহেবপাড়া ব্রীজের উপরে পটকা ফুটেছে। ওটা ককটেল না। ককটেলের কোন আলামত পাওয়া যায়নি।
এফএস